IQNA

ভিডিও | জর্ডানের মসজিদে ওমানের বিশিষ্ট ক্বারি তিলাওয়াত

তেহরান (ইকনা): ওমানের তরুণ ক্বারি হাজায় আল-বালুশি জর্ডানের আল-রাহমা মসজিদে মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত করেছেন।

তরুণ এই ক্বারি পুরো নাম “হাজায় বিন আব্দুল্লাহ বিন সালিম আল-বালুশি”। এই উদীয়মান ক্বারি ১৯৯৬ সালে ওমানের লেভি প্রদেশে জন্মগ্রহণ করেন।

তিনি ওমানের সুলতান কাবুস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। আল-বালুশি ছয় বছর বয়সে কুরআন মুখস্থ করা শুরু করেন এবং আট বছর পর তার ১৪ বছর বয়সে সম্পূর্ণ কুরআন মুখস্থ করেন।

জর্ডানের রাজধানী আম্মানের আল-রহমা মসজিদে জামাতের নামাজের সময় ওমানের উদীয়মান এই ক্বারি সূরা আল-আহযাবের ৫৬ থেকে ৬২ নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছেন।

এই তরুণ ক্বারির সুললিত কণ্ঠে শ্রবণযোগ্য এই তিলাওয়াতের ভিডিওটি বার্তা সংস্থা ইকনার দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হল:
iqna

captcha